লৌহজংয়ে আওয়ামীলীগের বিক্ষোভ
প্রকাশ : 2022-12-10 18:57:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শনিবার লৌহজং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সে্চ্ছাসেবকলীগ বিক্ষোভ মিছিল করেছে । বিক্ষোভ মিছিলটি লৌহজং ঘোড়াদৌড় বাজার থেকে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মোড় হয়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবন হয়ে কনকসার বাজার হয়ে আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয় । অপরদিকে মাওয়া পুরাতন ঘাট থেকে যুবলীগ নেতা শেখ মো. জামানের নেতৃত্বে একটি বিশাল শোডাউন করা হয় শিমুীরয়া জয়বাংলা মোড় পর্যন্ত । শোডাউন শেষে আওয়াশীলীগ কর্যালয়ের সামনে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, মো. মেহেদি হাসান, মো. আনোয়ার হোসেন, মো. জাকির হোসেন, মো. তোপাজ্জল হোসেন তপন, মো. আলমঙ্গীর কবীর খান, মো. এইচএম আজিজুল হক, মো. রফিকুল ইসলাম মোল্লা, ইকবাল ফারুক মৃধা, মো. আবুল কালাম আজাদ, মো. নুরুন্নবী, মো. ফিরোজ মোল্লা, মো. মিজানুর রহমান মোল্লা, আবু নাসের রতন, মো. শাহজাহান খান সাজু, মো.হুমায়ুন কবীর মৃধা খোকা, মো. হামিদুল ইসলাম, শেখ মো. জামান, হামিদুর রহমান জুয়েল প্রমুখ ।