লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-11-14 20:32:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোমবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, নারী ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর, মাওয়া নৌ পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুন্নাফ আলী, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা মাদক প্রতিরোধ, রাতের বেলায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ, যানজট নিরসন ও জাটকা সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন।