লৌহজংয়ে অস্ত্র ও মাদকসহ বুলেট বাহিনীর প্রধান গ্রেফতার 

প্রকাশ : 2026-01-31 18:49:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে অস্ত্র ও মাদকসহ বুলেট বাহিনীর প্রধান গ্রেফতার 

মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক আল-আমিন খানের ছেলে নুরুল আমিন বুলেটকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোরে উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের নিজ বাসভবনে অভিযান চালিয়ে সহযোগী সুকুমার হাওলাদারসহ বুলেট বাহিনীর প্রধান বুলেটকে গ্রেফতার করা হয়। 

এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ পিস্তল, দুটি দেশীয় অস্ত্র, ৫০ গ্রাম হেরোইন, ১৪ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাজা ও ৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।      গ্রেফতার বুলেট ও সুকুমারকে পদ্মা সেতু থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আক্তারুজ্জামান জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মামলা মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 
     
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, যুবদল নেতা আল-আমিন, তার দুই ছেলে বুলেট ও বিপু দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। এ ছাড়া তারা উপজেলার মাদকের স্পটগুলোতে বড়ো বড়ো চালান সরবরাহের সাথে সম্পৃক্ত।