লৌহজংয়ে অবারিত বাংলার উদ্যোগে অধ্যাপক আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান

প্রকাশ : 2022-03-19 14:07:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে অবারিত বাংলার উদ্যোগে অধ্যাপক আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান

মুন্সীগঞ্জের লৌহজং এর হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২০২২ সালে একুশে পদকপ্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে। আর্থসামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র 'অবারিত বাংলা' এই  নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

১৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা তিনটায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং এর  হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২২ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ড. মো. আনোয়ার হোসেনকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।  

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অবারিত বাংলার গবেষণা প্রকাশনা পরিচালক মুনীর মোরশেদ। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানচর্চার উপর গুরুত্ব  দেন।  অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন বাংলাদেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সনাক্তকরণে ও স্বল্প খরচে করোনা পরীক্ষার প্রাইমারি কিট উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয়ে অবদান রাখায় তাকে চলতি একুশে পদকে ভূষিত করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেনের জীবনের নানা দিক তুলে ধরেন।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেনর স্কুল শিক্ষক আব্দুর রহমান মাষ্টার, হলদিয়া ইউ পি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন,  লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ মো. মোজাম্মেল হোসেন,  হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম খান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সামসুল হক বেপারী, যুগ্ন সম্পাদক বি এম সোয়েব, আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য নুরুল আমির  লিপু, লৌহজং উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তোপাজ্জল হোসেন তপন,  লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার, লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল, অধ্যাপক ড.মো. আনোয়ার হোসেনের স্ত্রী  ও রত্নগর্ভা মাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবারিত বাংলার ভাইস-চেয়ারম্যান অলক কুমার মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবারিত বাংলার নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান।