লৌহজংয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশ : 2022-02-12 18:53:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লৌহজং-বালিগাওঁ সড়কের পূর্ব বড়দিয়া পার হাউজের রাস্তার পশ্চিম পাশে খালের মধ্যে  ভাসমান অবস্থায় এক ব্যক্তির পচা-গলা লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। এলাকাবাসি ও পুলিশ সুএে জানাযায়, শনিবার দুপুরে বালিগাওঁ সড়কের পার হাউজের রাস্তার পশ্চিম পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকা বাসি খোঁজতে থাকে খালের মধ্যে। 

এসময় দেখা যায় খালের কচুরি পানার মধ্যে এক অজ্ঞাত ব্যক্তির পচা-গলা লাশ ভাসছে। এলাকাবাসি পুলিশ কে খবর দিয়ে ঘটনা স্থলে পুলিশ যায়। এই বিষয়ে লৌহজং থানার ওসি মো. আব্দুল্লাহ  আল তায়েবীর  জানান, আমরা দুপুরে অজ্ঞাত লাশের এমন একটি সংবাদ শুনতে পাই এরপর । ঘটনা স্থলে পুলিশ গিয়ে পচা-গলা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে লৌহজং থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশটির ডান হাতের কব্জি কাটা অবস্থায় দেখা যায়।  লাশটি ময়নাতদন্ত করতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।