লৌহজংয়ের খলিলুর রহমান আইডিয়াল স্কুল মাধ্যমিক পর্যায়ে পাঠ দানের অনুমোদন
প্রকাশ : 2024-12-24 23:38:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়ায় অবস্থিত খলিলুর রহমান আইডিয়াল স্কুল মাধ্যমিক পর্যায়ে পাঠ দানে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়েছে।
আজ (২৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর বজলুর রশিদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যালয়টি প্রাথমিকবাবে আগামী তিনি বছরের জন্য এ অনুমতি প্রদান করা হয়েছে। এই তিন বছরের মধ্যে মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সকল শর্ত পূরণ করতে পারলে প্রতিষ্ঠানটিকে স্থায়ী স্বীকৃতি দেয়া হবে। তাই এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিকে সরাসরি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করতে আর কোন বাধা থাকলো না।
খলিলুল রহমান আইডিয়াল স্কুলের চেয়ারম্যান জিল্লুর রহমান মৃধা রিপন জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৪ সালে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি শিশুর পরিপূর্ণ মেধা বিকাশের নিমিত্তে, তাদেরকে ভালবাসা ও সুশাসনের মধ্য দিয়ে আলোকিত মানুষ হিসাবে তৈরী করার লক্ষ্যে আমরা বিদ্যালয়টিকে উত্তরোত্তর উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। বিদ্যালয়টি আজ মাধ্যমিক পর্যায়ে পাঠ দানে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়েছে। আমরা বিদ্যালয়টি ধীরে ধীরে পাঠদান আধুনিকায়ন করার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের ডিজিটাল পদ্ধতিতে সকল কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। শিক্ষানুরাগী, অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা খলিলুর রহমান আইডিয়াল স্কুলটিকে অত্যাধুনিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে দৃঢ় প্রতিজ্ঞ।
খলিলুর রহমান আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম নাসির উদ্দিন বলেন, একটি দেশ ও জাতি উন্নত ও সমৃদ্ধ হয় শিক্ষিত, চরিত্রবান, মানবতাবোধ সম্পন্ন নাগরিকের দ্বারা। সেই নাগরিক তৈরীর সর্বাত্মক প্রচেষ্টায় অনবরত কাজ করছে খলিলুর রহমান আইডিয়াল স্কুল। একজন শিল্পী তার শিল্পকে যেভাবে তিলে তিলে যত্ন সহকারে গড়ে তোলে, ঠিক তেমনি ভাবে আমরা গড়ে তুলি আমাদের শিক্ষার্থীদের। আমাদের অঙ্গীকার হলো সুশিক্ষা প্রদানের মাধ্যমে দেশ ও জাতিকে সুন্দর নাগরিক উপহার দেয়া। বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে পাঠ দানের স্বীকৃতি পাওয়ায় আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল।
উল্লেখ্য, ৩০ নভেম্বর ২০২৩ তারিখের মঞ্জুরী কমিটির সভার সুপারিশের ভিত্তিতে ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২২৯ তম সভায় বিদ্যালয়টিকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠ দানে (৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেনী) অনুমোদন পেয়েছিল।
গ্রামনগর কা/আ