লৌহজংয়ের কনকসারে ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদয়াপন

প্রকাশ : 2023-05-20 23:42:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ের কনকসারে ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদয়াপন

উপজেলার কনকসার ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে কনকসার কালী মন্দির প্রাঙ্গণে ইউনিয়ন সভাপতি মহাভারত পোদ্দারের সভাপতিত্বে হিন্দু বৌদ্ধ  খিষ্ট্রান ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইউনিয়ন বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ইউনিয়ন যুব ঐক্য, ছাত্র ঐক্য সহ উপজেলার ঐক্য,পরিষদ, যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় আজ শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলার একদিনে একাত্তর সনে সংখ্যা বিবেচনায় প্রধানতম হত্যাকান্ডে নিহত শহীদের  স্মরণে নীরবতা ও মোমবাতি  প্রজ্জলন করা হয়।

ইউনিয়ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম সম্পাদক তপন কুমার দাস সমবেত সকলকে এই বর্ধিত সভায় অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান। 

সমাবেশে বক্তারা  প্রতি ইউনিয়নে সাংগঠনিক অবস্থা  পর্যালোচনা করে বর্ধিত সভা করার উপর গুরুত্ব প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন সনৎ চক্রবর্তি ভজন লাল দাস, প্রদীপ দাস, অ্যাডভোকেট সঞ্জীব মন্ডল, পুলিন সরকার, কৃষ্ণ ঘোষ, সঞ্জয় মন্ডল  রনি চক্রবর্তি ,শ্যামল দাস  বিজয় ঘোষ, যুব নেতা দেবাশিষ রায় শিবু,  শিমুল দে, সুমন মল্লিক, প্রদীপ মালো, সজল দাস, বিজয় দাস, ছাত্র নেতা চমক দাস প্রমুখ।

সভায় মহিলা ঐক্য পরিষদ কনকসার ইউনিয়ন ঐক্য পরিষদের কমিটি গঠন করে পরিচয় করান উপজেলা আহবায়ক রিতা চক্রবর্তি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত চক্রবর্তি।