লৌহজংয়ে সাংবাদিক হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ : 2022-10-11 19:08:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জের লৌহজংয়ে সাংবাদিক হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেফতার। লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু'র উপর জুয়াড়ি, মাদক কারবারির হামলার ঘটনায় সুমন মাদবর নামে একজন আসামি কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় পাশের উপজেলার হাসাড়া থেকে গ্রেফতার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।
পুলিশি সুত্রে জানা যায় সাংবাদিক মিজানুর রহমান ঝিলু র উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি সুমন মাদবর (৪১) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন আসামি সুমন মাদবর কে গ্রেফতার করার জন্য সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে রাত ৪ টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন তার শশুর বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরেরদিন (মঙ্গলবার) সকাল ১১ টায় আসামি কে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়।