লৌহজংয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

প্রকাশ : 2022-06-02 19:46:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

লৌহজং উপজেলার রেজিস্ট্রাট প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার শান্তিপুর্ন ভাবে  স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পুর্ন হয়েছে। সকাল ১০ টায় নির্বাচনে একটানা ভোট গ্রহণ শুরু হয়। তা শেষ হয় বেলা ১ টায়। টানা ৩ ঘন্টা বিরতি হীন ভাবে ভোট শেষে হলে বেলা দেড়টা থেকে শুরু হয় ভোট গণনা। 

স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনের মতই প্রধান নির্বাচন কমিশনার,  প্রিজাইডিং অফিসার,  সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে যথারীতি ভাবে। সকাল ৯টা থেকে অনেক বিদ্যালয় গুলোতে ভোট দিতে লাইনে দাড়ানো অবস্থায় দেখা যায় শিক্ষার্থীদের।  নির্বাচন কে ঘিরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ আর উচ্ছাস দেখা গেছে। 

 উপজেলা উত্তর দিঘলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা দেড়টায় ভোট গননা শেষ হয়ে গেলে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিগাঁও আমজাদ আলী কলেজের প্রভাষক ছালমা আক্তার। বিদ্যালয়ের সহ সভাপতি শেখ সাইদুর রহমান টুটুলের সভাপতিত্বে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

এসময় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও অভিভাকরা উপস্থিত ছিলেন। বিজয়ী হন তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী তাসফিয়া তাবাচ্ছুম টুকি, মো. মেহনাজ। চতুর্থ শ্রেনী থেকে বিজয়ী হন আদিবা তাবাচ্ছুম, জিসান ঢারী।পঞ্চম শ্রেনী থেকে বিজয়ী হন আরাধ্য হালদার ও তাকদির আহাম্মেদ। এছাড়া  সংরক্ষিত আসনে ৬ জন নির্বাচিত হয়েছেন।