লৌহজংয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের শারদীয়া শুভেচ্ছা প্রদান  

প্রকাশ : 2023-10-22 22:50:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের শারদীয়া শুভেচ্ছা প্রদান  

শারদীয়া শুভেচ্ছা জানাতে আজ লৌহজংয়ের হলদিয়া কারপাশা সার্বজনীন পূজা সংসদের হলদিয়া হরিসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন  মুন্সীগঞ্জ এর জেলা প্রশাসক আবু জাফর রিপন বিপিএএ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লৌহজং মুন্সীগঞ্জ এর নির্বাহি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি জনাব ইলিয়াস শিকদার।

হলদিয়া হরিসভায় জেলা প্রশাসক তিনি তার বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও জাতির জনক বংগবন্ধুর বাংলাদেশ গঠনে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি ভক্তদের শুভেচ্ছা  জানান। তিনি বাংলা সাহিত্যের দুই দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ধারন করার আহ্বান জানান। অনাড়ম্বর এই অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবীন সাংবাদিক  অলক কুমার মিত্র।

এ সময় উপস্হিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জনাব মো বিদ্যুৎ মোড়ল,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  লৌহজং শাখার সভাপতি মনোজ সিং অমিত, সাধারন সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য লৌহজং উপজেলা শাখা র  সহ সভাপতি সনৎ কুমার চক্রবর্তী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, লৌহজং উপজেলা শাখার সভাপতি দেবাশিষ দাস শিবু, সাধারণ সম্পাদক শিমুল কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি বাবু কৃষ্ন ঘোষ, সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস, বাংলাদেশ পূজা উদয়াপন পরিষদের হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি গনেষ ঘোষ, মন্দির কমিটির সভাপতি  উত্তম কুমার ঘোষ, অর্থ সম্পাদক বাবুল ঘোষ, সাবেক ইউপি সদস্য লক্ষণ সরকার, সুবল  মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি সুদেব বিশ্বাস, উপজেলা ঐক্য পরিষদের সহ প্রচার সম্পাদক  দীপক বিশ্বাস, সহ দপ্তর সম্পাদক বিজয় ঘোষ, সহ হলদিয়ার মন্দির কমিটি সহ শিমুলিয়া আখড়া সহ মশদগাঁও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


 
মন্দির কমিটি  আমন্ত্রণ গ্রহন করায় জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতি  সকল ভক্তদের উংসাহ যোগাবে বলে অভিমত প্রদান করেন।