লৌহজংয়ের খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে ৪৭ জন দাতা সদস্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ : 2022-09-21 21:24:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ের খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে ৪৭ জন দাতা সদস্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লৌহজংয়ের খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে ৪৭ জন দাতা সদস্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি। বুধবার ১২ টার পর মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে সফিউদ্দীন আহমেদ মিলনায়তন এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে খিদিরপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ তালুকদার দাবি করেন, বিগত ১ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করেন।
 
দাতা শ্রেনীর ভোটার তালিকার কোনোরূপ খসড়া প্রচার না করেই গত ২৬ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। কিন্তু বিদ্যালয়ের বিদ্যালয়ের ব্যাংক একাউন্টে তাদের নামের বিপরিতে কোনো টাকা জমা করা হয় নাই। ৪৭ জন দাতা সদস্য করা সম্পূর্ণ বেআইনি বিধায় আমি তার প্রতিকার চেয়ে বিগত ১২ সেপ্টেম্বর লৌহজং সহকারী জজ মুন্সীগঞ্জ- আদালতে নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা রুজু করি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, খিদিরপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি হাজী মো. মোতালেব  ও বিদ্যালয়ের  ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. মফিজুল ইসলাম।