লৌহংয়ে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ৭ মার্চ পালন

প্রকাশ : 2022-03-07 14:47:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহংয়ে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ৭ মার্চ পালন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে র্এতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ লৌহজং উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্স্পাঞ্জ অর্পন বর্ন্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। লৌহজং উপজেলা মুক্তিযোদ্বা সংসদ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। 

এরপর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোাচনা সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শামীমা খানম আভার সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য প্রভাষক ছালমা আক্তার, সালেহা বেগম, ফাহমিদা জাহান, রীতা রানী চক্রবর্তী, আফরিন ফারজানা, খালেদা পারভিন শিখা, নয়ন আক্তার, মৌসুমী দাস মুক্তি, শিরিন আক্তার প্রমুখ।