লুট পাটের দিন শেষ ,ভালো মানুষের বাংলাদেশ: ওলামা দলের সভায় বক্তারা 

প্রকাশ : 2025-01-14 17:24:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লুট পাটের দিন শেষ ,ভালো মানুষের বাংলাদেশ: ওলামা দলের সভায় বক্তারা 

লুট পাটের দিন শেষ ,ভালো মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলাবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

মাদারীপুর জেলা ওলামা দলের সভাপতি আবুল বাশার বাচ্চুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর বিভাগের প্রধান সমন্বয়ক ও  কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম যুগ্ম আহবায়ক আলহাজ¦ মাওলানা ক্বারী  গোলাম মোস্তফা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী জাহান,ওলামা দলের কেন্দ্রীয় সদস্য হাফেজ মো: মামুন, মুফতি গাজী রিয়াজুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার প্রমুখ। কর্মী সভায় মাদারীপুর জেলার ৫টি উপজেলার ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।