লিবিয়া হতে দেশে ফিরলেন আটক ৭৪ বাংলাদেশি
প্রকাশ : 2022-03-10 13:44:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশে আনা হয়েছে আইওএম এর সহায়তায় লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক হওয়া আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিককে। লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে তাদের দেশে আনা হয়।
আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এর আগে গত ২ মার্চ আইওএম এর সহযোগিতায় ওই ডিটেনশন ক্যাম্প থেকে প্রথম পর্যায়ে ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।
ব্র্যাক মাইগ্রেশন-এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রথম দফায় দেশে ফেরাদের আশকোনার হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকাল ১০টায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে।
অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানোসহ বিভিন্ন অপরাধের কারণে দেশটিতে আটক রয়েছেন বাংলাদেশিরা।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন এসব বাংলাদেশি। অবৈধভাবে সাগর পথে লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন তারা।