লালন পড়শি একাডেমির লালন সন্ধ্যা উদযাপন
প্রকাশ : 2022-10-18 16:55:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গতকাল ছিল লালনের ১৩২তম তিরোধান উতসব। কুষ্টিয়ায় লালনের আখড়াসহ, শিল্পকলা একাডেমি সহ নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উৎসব করে থাকে।
এ উপলক্ষে গতকাল [সোমবার] ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত "লালন পড়শি একাডেমি" লালন সন্ধ্যা উৎসবের আয়োজন করে । সেখানে সংগীত পরিবেশন করেছে লালন কন্যা রুনা সহ আরো অনেকে।
তাছাড়া তারা মাসিক সাধু সংঘের আয়োজন করে থাকে। সেখানে শুধু সংগীত পরিবেশন নয় লালনের বাণী ও দর্শন বিশ্লেষন করে এবং আলোচনা করে থাকে। এই একাডেমিতে লালন সংগীত শেখানো হয়।
লালন পড়শি একাডেমির সভাপতি জনাব এম এ রহিম [দনিয়া সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য] একজন লালন ভক্ত। তার ভক্তি শ্রদ্ধা থেকে বেশ কয়েক বছর ধরেই এই একাডেমি সাফল্যের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনাব এম এ রহিম গ্রামনগর বার্তাকে জানান," আনন্দের বিষয় এই যে, তরুণরা লালনের গান ও বাণীর প্রতি আগ্রহী। এভাবে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাক লালনের দর্শন মেনে।"
একটি কক্ষে লালন পড়শি একাডেমির কার্যক্রম চলছে, তরুন ভক্ত বৃদ্ধি পাওয়ায় জায়াগা সম্প্রসারণের পরিকল্পনা করছেন জনাব এম এ রহিম।