লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

প্রকাশ : 2022-10-19 09:40:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় উত্তরবঙ্গগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গেল রাত সাড়ে ১২টার দিকে এ মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে মালবাহী ট্রেনের ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধার করা হয়েছে। এরপর রাজধানীর সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শহিদুল্লাহ হিরু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সারবোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের এক বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পরে বেশ কয়েকটি ট্রেন। বিষযটি পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ২০ মিনিটে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়। এতে প্রায় ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।