লঙ্কান ঘূর্ণিজালে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ : 2021-12-03 18:17:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের হুড়মুড় করে ভেঙে পড়ার আরও একটি উদাহরণ হয়ে রইল গল টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৬৬ থেকে অলআউট হয় ২৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৬৫ রান তুলে ফেলেছিল সফরকারী দল। কিন্তু সেখান থেকে আবারও পতন। আজ গল টেস্টের শেষ দিনে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ১৩২ রানে।
১৬৪ রানের এই জয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। ৮ উইকেটে ৩২৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা শ্রীলঙ্কা আজ ৯ উইকেটে ৩৪৫ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি টানে।
এতে জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দুই স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি সফরকারী দল। ১০ উইকেট নিজেদের মধ্যে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন দুই স্পিনার।
এর মধ্যে মেন্ডিস ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংসেই ন্যূনতম ৫টি করে উইকেটের দেখা পেলেন। সর্বশেষ ২০০২ সালে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একই ইনিংসে ৫টি করে উইকেটের দেখা পেয়েছিলেন শ্রীলঙ্কার দুই স্পিনার—মুত্তিয়া মুরালিধরন ও সনাথ জয়াসুরিয়া।
ওয়েস্ট ইন্ডিজের দলীয় ১৫ রানে ওপেনার ক্রেগ ব্রাফেটকে তুলে নিয়ে পতনের শুরুটা করেন রমেশ মেন্ডিসই। দ্বিতীয় উইকেটে এনক্রুমা বোনার ও জেরমাইন ব্ল্যাকউড ৫০ রানের জুটি গড়েন। এটাই ক্যারিবিয়ানদের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি।
পরে আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। ১৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে যা একটু লড়াই করেন বোনার। ৩৬ রান করেন ব্ল্যাকউড। ২ উইকেটে ৬৫ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় ওয়েস্ট ইন্ডিজ। পানি পানের বিরতির আগে আরও ৩ উইকেট হারায় তারা। পরের বিরতিতে আর যাওয়ার সুযোগ মেলেনি সফরকারীদের। চা-বিরতির আগেই ৩৬ রানে বাকি ৫ উইকেট হারিয়ে অলআউট হয় দলটি।
সিরিজ জিতে মিকি আর্থারকেও ভালোভাবে বিদায় জানাতে পারল শ্রীলঙ্কা। দলটির কোচ হিসেবে এটাই ছিল আর্থারের শেষ ম্যাচ। কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্ব নেবেন আর্থার।