লকডাউনে প্রথম দিনে মাদারীপুরবাসীর লকডাউনে অনীহা, প্রশাসনের তৎপরতা

প্রকাশ : 2021-04-05 16:43:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লকডাউনে প্রথম দিনে মাদারীপুরবাসীর লকডাউনে অনীহা, প্রশাসনের তৎপরতা

লকডাউনের প্রথম দিনে জেলার সাধারণ মানুষের মধ্যে কোন প্রভাব পরেনি। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক আছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরকারের লকডাউনের নির্দেশনা বস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহর ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকান-পাট খোলা রাখা এবং বাস ছাড়া অন্যান্য গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে প্রশাসন অভিযান চালিয়ে বিভিন্ন দোকান-পাট বন্ধ এবং পুলিশ বিভিন্ন যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করছে। সাধারণ জনগণের মধ্যে লকডাউনের শর্ত মানার প্রতি তেমন কোন আগ্রহী লক্ষ্য করা যায়নি। পুলিশ শহরের টহল বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করেছে। এছাড়া জেলা প্রশাসন ও পৌরসভা বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন ও নিষেধাজ্ঞা মানতে কাজ করে যাচ্ছে। 

অপরদিকে, মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সকাল ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী সেবায় নিয়োজিত যানবাহনের জন্য বিশেষ একটি ফেরি চলাচল করছে।