রেল পুলিশের অভিযানে চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার
প্রকাশ : 2022-05-27 20:40:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ১ সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে মোবাইর চুরির সময় মালেক হোসেন (৪৬) নামের এক সক্রিয় চোর সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মালেক হোসেন আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন কলোনী এলাকার মৃত আঃ করিমের ছেলে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, শুক্রবার সকাল বেলা স্টেশনে অপে¶মান যাত্রীর কাছে থাকা একটি মোবাইল ফোন চুরি করার সময় চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মালেকের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় ২টি মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। শুক্রবার দুপুরে বগুড়া আদালত মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।