রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে মোংলা বন্দর
প্রকাশ : 2022-05-12 13:05:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মোংলা- খুলনা রেলপথ প্রকল্পের অগ্রগতি প্রায় ৯৩ শতাংশ। ১ হাজার ৭২১ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকার এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। মোংলা থেকে খুলনা পর্যন্ত পথটি ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেললাইনে সংযুক্ত হবে। এর মাধ্যমে মোংলা সমুদ্রবন্দরকে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। রেলযোগে আ লিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা আরো বাড়বে। রেললাইনে সংযুক্ত হলে মোংলা সমুদ্রবন্দরে বাড়বে আমদানি-রপ্তানি কার্যক্রম। পাশাপাশি মোংলা থেকে তেলবাহী ওয়াগন সারাদেশে চলাচলের ব্যবস্থা করা যাবে। মোংলা বন্দর পর্যন্ত নিরাপদ ও আরামদায়ক রেলওয়ে পরিবহন সুবিধা দেওয়ার মাধ্যমে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা।
মোংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, বর্তমানে রেলপথটির নির্মাণ অগ্রগতি প্রায় ৯৩ শতাংশ। রেলপথ প্রকল্পের সময় আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। আশাকরি এই সময়েই প্রকল্পের কাজ শেষ করতে পারবো। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী বেঁধে দেওয়া সময়ে কাজ সম্পন্ন করার জন্য দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। মোংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথটি ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেললাইনে যুক্ত হবে। রেলপথে সিগন্যালিং কাজের ব্যয় সিডি ভ্যাট বাদে ১৭ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকা ও সিডি ভ্যাটসহ ২২ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ডিসেম্বরে মোংলা- খুলনা রেলপথ প্রকল্প চালু হলে মোংলা বন্দরের আমদানি রপ্তানি কয়েক গুণ বাড়বে। কন্টেইনারে পণ্য আনা নেয়া অধিকতর সহজ হবে পাশাপাশি পরিবহন খরচ ও কমবে। আমদানি-রপ্তানীকারকদের বহুবিধ সুবিধা সৃষ্টি হবে পাশাপাশি বন্দরের রাজস্ব আয় কয়েক গুন বৃদ্ধি পাবে।