রেকর্ড সর্বনিম্ন রানে অলআউট নিউজিল্যান্ড
প্রকাশ : 2022-01-02 09:51:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
 
    
                            বোলারদের পর ভালো শুরু করেছে টাইগার ব্যাটাররা। কিউই বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে ইঙ্গিত দিচ্ছে বড় সংগ্রহের। যদিও ৫৫ বলে ২২ করে সাজঘরে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম, অন্যপ্রান্ত আগলে রেখেছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা মাহমুদুল হাসান জয়।
সকালের সেশনে কিউরদের আর কেবল ৭০ রান নিতে দিয়ে শেষ ৫ উইকেট দ্রুতই তুলে নেয় বাংলাদেশের। ঐ সেশনেই ব্যাটিংয়ে নামে সফরকারীরা। ৩ ওভার খেলে তুলেছিল ৫ রান। লাঞ্চ থেকে ফিরে দুই ওপেনার সাদমান ও জয় খেলতে থাকেন সাবলীলভাবে।
তবে বিপত্তিটা ঘটে ইনিংসের ১৯তম ওভারে। নেইল ওয়্যাগনারের বলে ফেরেন সাদমান, বাংলাদেশ হারায় প্রথম উইকেট। তবে এরপরে তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দিনের দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নেয় বাংলাদেশ।
৩১ ওভারে ১ উইকেটে ৭০ রান নিয়ে চা বিরতিতে যায় মুমিনুল হকের দল। চা বিরতির পরেও পেরিয়েছে পাঁচ ওভার। দলীয় ৭৭ রানে বাংলাদেশের উইকেট খরচ একটি। জয় ৪৩ রানে আর শান্ত অপরাজিত আছেন ব্যক্তিগত ৩৩ রানে।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
নিউজিল্যান্ড ৩২৮/১০ (ডেভন ১২২, নিকোলস ৭৫; শরিফুল ৩/৬৯, মিরাজ ৮৬/৩)
বাংলাদেশ ১০১/১ (৪৩.১ ওভার) (জয় ৪২*, শান্ত ৩৩*; ওয়্যাগনার ১/৯)
দলীয় শতক পার বাংলাদেশের
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে রেকর্ড সর্বনিম্ন রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ৩২৮ রান করেছে কিউইরা। এই সংস্করণে যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন। ২০১৭ সালে ক্রাইস্টচার্চ টেস্টের ৩৫৪ রান ছিল আগের সর্বনিম্ন।
৫ উইকেটে ২৫৮ রান নিয়ে শুরু করা নিউজিল্যান্ডকে দ্বিতীয় দিনের শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। দিনের ৩৩তম বলেই প্রথম উইকেটের দেখা পায় লাল-সবুজরা। রাচিন রবীন্দ্রকে সাদমানের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল।
সপ্তম উইকেটে কাইল জেমিসনের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন হেনরি নিকোলস। মেহেদী হাসান মিরাজ এসে জেমিসনকে ফেরান ব্যক্তিগত ৬ রানে। তবে একপ্রান্ত আগলে রাখেন নিকোলস। জেমিসনকে হারিয়ে জুটি গড়েন টিম সাউদির সঙ্গে।
তাতে কিছুটা সফলও হয়েছেন। তবে এই জুটিতেও মিরাজের বাগড়া। তার বলে সাউদি বোল্ড হতেই ভেঙে যান নিউজিল্যান্ডের প্রতিরোধ। দলকে একই রানে রেখে নিল ওয়াগনার রেখেও ফিরেছেন, দলের রান ৯ উইকেটে ৩১৬। ওয়াগনারও মিরাজের শিকার।
ম্যাচে মিরাজ তিন উইকেট পেয়েছেন, তিনটিই আজ সকালে। ট্রেন্ট বোল্ট এসে দুই চারে ৫ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন। আর গলার কাঁটা হয়ে যাওয়া নিকোলসকে ফেরান অধকিনায়ক মুমিনুল নিজে। তার বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ আউট হওয়ার আগে ৭৫ রান করেছেন এই কিউই ব্যাটার।
 
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন শরিফুল ও মিরাজ। দুই উইকেট অধিনায়ক মুমিনুলের। আর একটি উইকেট পেয়েছেন এবাদত হোসেন। কিউইদের অন্য উইকেটটি এসেছে রান আউটের মাধ্যমে।
