রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় ফিরল ইংল্যান্ড

প্রকাশ : 2024-09-14 14:02:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় ফিরল ইংল্যান্ড

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। অজিদের দেয়া ১৯৪ রানের টার্গেট লিভিংস্টোন-বেথেলের কল্যানে ৬ বল হাতে রেখে টপকে যায় ফিল সল্টের দল। 

কার্ডিফে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক ফির সল্ট। আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শর্ট ও হেড।

৪.২ ওভারে দলীয় ৫২ রানে হেড আউট হওয়ার আগে করেন ১৪ বলে ৩১ রান। ২৪ বলে ২৮ রানে আসে শর্টের ব্যাট থেকে। তিনে নামা জেইক ফ্রেজার–ম্যাগার্ক করেন ৩১ বলে ৫০ রানের এক অসাধারণ ইনিংস। শেষদিকে গ্রিন  ও হার্ডির কল্যানে ১৯৩ রান তোলে অজিরা।

মূলত অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পেছনে রয়েছে কয়েকটি জুটির অবদান।ব্রাইডন কার্স ও লিভিংস্টোন নেন ২টি করে উইকেট।রান তাড়ায় ৮.২ ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ইংলিশদের টেনে তোলেন লিভিংস্টোন ও বেথেল।

তাদের ৪৭ বলে ৯০ রানের দারুণ এক জুটি মূলত অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ১৭তম ওভারের প্রথম বলে বেথেল (২৪ বলে ৪৪ রান) যখন আউট হলেন তখন জয় থেকে ২৫ রানের দূরত্বে ইংলিশরা। হাতে ছিল ২৩ বল। সেখান থেকে ৬ বল হাতে রেখে জয় তোলে নেয় ইংল্যান্ড। তবে শেষ রান নিতে ইংল্যান্ডকে হারাতে হয় দুই উইকেট।

লিভিংস্টোন (৪৭ বলে ৮৭) ও কার্স যখন আউট হন তখন স্কোর ছিল সমতা। অজিদের হয়ে ৭ নম্বর বোলার হিসেবে ২২ রানে ৫ উইকেট নেন শর্ট। দুইটি উইকেট নেন অ্যাবট।এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ ব্যবধানে সমতায় ফিরল ইংল্যান্ড। ম্যানচেস্টারে আগামীকাল রাতে তৃতীয় ও শেষ ম্যাচ।