রূপপুরে চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে
প্রকাশ : 2025-03-27 16:02:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবারন (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশের বোয়াওতে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান। বৈঠককালে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কাজ।
অধ্যাপক ইউনূস বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা সমাধান করা হয়েছে, বাংলাদেশ ঢাকার একটি অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করেছে।
তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে আরও গম এবং সার আমদানি করবে। রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম দেশে আরও সমুদ্র ও সমুদ্র উপকূলীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী।
আলেক্সি ওভারচুক দুই দেশের মধ্যে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে অধ্যয়নরত দেখতে চায়।
তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে আরও গম এবং সার রপ্তানি করতে চায়।
সা/ই