রিমান্ডে পি কে হালদার

প্রকাশ : 2022-05-15 11:13:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রিমান্ডে পি কে হালদার

হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেফতার পি কে হালদারকে তিন দিনের রিমান্ড দিয়েছে বারাসাতের আদালত। এর আগে গতকাল (১৪ মে) ভারতে গ্রেফতার হন পি কে হালদার।

অর্থ পাচার মামলার আসামি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার ভারতে গ্রেপ্তার করা হয়। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর এক অভিযানে গ্রেপ্তার হন পি কে হালদার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এ অভিযানে নামে তারা।

দেশটির একাধিক গণমাধ্যম জানায়, শনিবার (১৪ মে) সকালের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ভারতের গোয়েন্দা সংস্থা।

ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের অশোকনগরে পি কে হালদার নয়, পরিচিত ছিলেন শিব শংকর হালদার নামে। ওই অশোকনগরের একটি বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে ইডির আভিযানিক বাহিনী। এ সময় তার সঙ্গে আরও ৫ জনকে হেফাজতে নেয়া হয়েছে।


 
এ সময় গ্রেপ্তারকৃত অন্য ৫ জনের মধ্যে পি কে হালদারের স্ত্রী ও ভাই রয়েছেন বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর এক কর্মকর্তা। তিনি আরও জানিয়েছেন, নাম পরিবর্তন করে পরিচিত ছিলেন শিব শংকর হালদার নামে।

এর আগে গতকাল শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর ২৪ পরগনার অন্তত ১০টি স্থানে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে ভোরে উত্তর ২৪ পরগনার অশোকনগর ও দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটে দু’টি বাড়িসহ বিভিন্ন জায়গায় পি কে হালদারের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধার অবৈধ সম্পত্তির খোঁজে অভিযান শুরু করে ভারতের এই সংস্থা।

বাংলাদেশ থেকে অবৈধ টাকা ভারতে নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পি কে হালদার সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ধারণা করা হতো বাংলাদেশ থেকে পালিয়ে কানাডায় আত্মগোপনে আছেন পি কে হালদার।