রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন 

প্রকাশ : 2022-07-25 19:27:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন 

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক (যুগ্মসচিব) জিয়াউল হক এর রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন। সোমবার (২৫জুলাই)  দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির নেতৃত্বে সোমবার দুপুরে তাঁকে ফুল দিয়ে বরন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক (যুগ্মসচিব) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকা নিয়ে গঠিত ইউনিয়ন পরিষদ তথা এই এলাকার ইতিহাস এবং দর্শনীয় এলাকা দেখে মুগ্ধ হোন। পরে তিনি পরে তিনি রায়নগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন গরীব অসহায়দের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করবেন বরে জানিয়েছেন।  

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উন্মে কুলসুম সম্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,  রায়নগর স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বেলাল হোসেন মন্ডল,  আবু রায়হান, আজিজুর রহমান, মোস্তফা কামাল তোতা, মহসিন আলী, ইসরাফিল হোসেন, ফারুক হোসেন, জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য উৎলিমা রুহিয়া, কমেলা বেগম, শিউলী বেগম, ইউপি সচিব রাসেল খান, উদ্যোক্তা সাজেদুর রহমান সাজু, মাস্টার আমিনুর ইসলাম প্রমূখ।