রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা জরুরী
প্রকাশ : 2024-06-27 20:08:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাম্প্রতিক সময়ে বিস্তার হওয়া বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা জরুরী। সাপ মেরে নির্মূল করা সমাধান নয় বরং সাপের নির্বংশ করা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বৃহস্পতিবার লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা এ মতামত দেন।
উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের বিদায়ী প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনের ডিজিএম নিশীথ কুমার কর্মকার, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ইউএনও জাকির হোসেন উপজেলাবাসীকে বাড়ির আশপাশ জঙ্গলমুক্ত রাখার পরামর্শ দেন। আজ শুক্রবার উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান তিনি। ডা. নাজমুস সালেহীন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ ক্ষয়ের ওষুধ অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি আরও জানান, সাপে কামড়ালে ওঝা নয় দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলে মৃত্যুঝুঁকি কম থাকে। এছাড়া বক্তারা গত ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অটোরিকশা চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ, ঘোড়দৌড় কাঠপট্টি এলাকায় যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ, শিমুলিয়া ঘাটে দর্শনার্থীদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও পদ্মানদীসহ উপজেলার বিভিন্ন প্রান্তে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে অভিযান চালাতে বক্তারা জোর দেন।