রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ: আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বৃহস্পতিবার
প্রকাশ : 2022-02-20 15:38:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট খারিজের ৭ বছর পর আপিল বিভাগে শুনানির জন্য এনেছেন রিটকারী। আগামী বৃহস্পতিবার আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।
এরআগে গত ১৯ মার্চ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য নির্ধারিত থাকলেও কার্যতালিকায় না আসায় শুনানি অনুষ্ঠিত হয়নি।
রিটকারী আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী জানান, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য যে কোনো দিন আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে।
সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর করা রিট আবেদন ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
খারিজ আদেশের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ২০১৬ সালের ৬ নভেম্বর প্রকাশ করেন আদালত। এরপর খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরের ১২ নভেম্বর আপিল করেন অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।