রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ : 2022-03-20 14:57:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
 
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করতে বাংলাদেশকে আরও কাজ করতে হবে বলেও মন্তব্য করেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সহযোগিতা সম্প্রসারিত করতে একমত প্রকাশ করে উভয়পক্ষ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ বিশ্বাস করে গণতান্ত্রিক মূল্যবোধের নীতিতে বাইডেন প্রশাসন ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের সঙ্গে।