রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ২
প্রকাশ : 2023-01-17 13:51:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির অভিযোগে ২ চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত ফায়ার স্টেশনের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তামার তার কাটার সরঞ্জামাদি ও ৬ কেজি তামার তার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জের বানস্বরদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: ইফাজুল ইসলাম (১৮) এবং কুষ্টিয়ার খাড়ারা এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে মো: আবু হানিফ (১৮)। তারা উভয়েই দুই দিন আগে কাজের উদ্দেশ্যে কেন্দ্রে এসেছিলো। তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তামার তারসহ চোরাই চক্রের দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামীদ্বয়কে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, গত ৯ মাসে ৫০টির অধিক অভিযানে ৫৩ লক্ষ তিন হাজার আটশত টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার ব্যাটালিয়ানের সদস্যরা