রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সেনা সদস্য নিহত

প্রকাশ : 2025-10-05 19:27:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সেনা সদস্য নিহত

বাগেরহাটে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা সেনা সদস্য মো. হাসিব।

পুলিশ ও স্থানীরা জানায়, দুপুরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকায় অস্থায়ি সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে অসাবধানবশত সেনা সদস্য ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসন এলাকায় অস্থায়ি সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

তবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন সংযোগ কর্মকর্তা মো: তরিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টির সাথে তাপবিদ্যুৎ কেন্দ্রের কোন বিষয় সম্পর্কীত নয় । এই সেনা ক্যাম্পটি রামপাল ও মোংলা উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করে থাকেন । সেহেতু আইএসপিআর এর মাধ্যমে এসংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেয়া হবে। সেটি আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে ।