রামপালে জেলা আ'লীগের দুই নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল

প্রকাশ : 2023-12-24 19:49:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রামপালে জেলা আ'লীগের দুই নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল

বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঝিলাম এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকীকে নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫.০০ টায় মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ন্যাসী বাজারে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গত বুধবার (২০ ডিসেম্বর)  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের নির্বাচনী জনসভায় তালুকদার নাজমুল কবীর ঝিলাম ও তালুকদার আব্দুল বাকীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ।

আবু সাঈদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেপাল চন্দ্র মন্ডল, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মো. আবু হানিফ, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জাহিদ হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক রনি তালুকদার, দপ্তর সম্পাদক জাহিদ হাওলাদারসহ দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। 

এসময় তারা জেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে সংগঠন থেকে বহিষ্কারসহ দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।