রামপালে খাল দখল মুক্ত করতে অভিযান
প্রকাশ : 2022-05-15 19:36:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খাস খাল দখল মুক্ত ও বাঁধ কাটা শুর“ হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন খাল দখল মুক্ত ও বাঁধ ছুটানো অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে সহায়তায় করেন মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ।
অভিযান পরিচালনা কালে ওই ইউনিয়নের দখল মুক্ত ও বাঁধ কাটা খাল গুলো হলো হেতালমারী খাল, বড় ভাইজোড়া খাল, ছোটভাই জোড়া খাল, কৈয়ার খাল, ফুলতলার খাল, বরইতলার খাল, ময়েন্দাখালীর খাল ও পুটিমারীসহ ৮ টি খালের বেশ কয়েকটি বাঁধ, নেট-পাটা অপসারণ করেন।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন জানান, নদী-খাল দখল ও দুষন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দখলবাজরা যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।