রাবিতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

প্রকাশ : 2025-04-30 11:51:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাবিতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও মেসে স্ক্যাবিস নামক চর্মরোগ ছড়িয়ে পড়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। আঙুলের ফাঁকে, কব্জির কাছে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি দিয়ে এর শুরু হয় এবং রাতের বেলায় তীব্র চুলকানির সৃষ্টি করে। 

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সকাল থেকেই আক্রান্ত শিক্ষার্থীদের ভিড় জমেছে। কেউ সিরিয়ালে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে আছেন, কেউবা ওষুধ পেতে অপেক্ষা করছেন।

চিকিৎসাকেন্দ্রে স্ক্যাবিসের ওষুধ না থাকায় শুরুতে সমস্যায় পড়লেও পরে চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপির হস্তক্ষেপে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়। 

ডা. মাশিহুল বলেন, সম্প্রতি হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে এই রোগের ব্যাপকতা লক্ষ্য করছি। প্রধান চিকিৎসকের দ্রুত পদক্ষেপে এখন মেডিকেলে স্ক্যাবিসের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা জানান, স্ক্যাবিসের প্রাদুর্ভাব উদ্বেগজনক। শিক্ষার্থীদের সচেতন থাকা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন এবং ব্যক্তিগত পোশাক অন্যদের সঙ্গে ভাগ না করাই সবচেয়ে বড় প্রতিরোধ।

 তিনি আরও বলেন, চিকিৎসাসেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিছু ঘাটতি থাকলেও প্রশাসনকে জানিয়েছি, ওষুধের চাহিদা পূরণে কাজ চলছে।

 

সা/ই