রাতের তাপমাত্রা বাড়তে পারে
প্রকাশ : 2024-02-01 14:07:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল র্পযন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। একারণে অভ্যন্তরীন নৌ পরিবহন যোগাযোগে সাময়িকভাবে বিঘœ ঘটতে পারে।
এতে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরর্বতী ৭২ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাসে বলা হয়েছে, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপক্ষেকি আদ্রতা ছিল ৮১ শতাংশ।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় র্সূযাস্ত সন্ধ্যা ৫ টা ৪৪ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৬ টা ৪০ মিনিটে।(বাসস)
সান