রাজৈরে সাব রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

প্রকাশ : 2022-03-11 19:09:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজৈরে সাব রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য অভিযোগ এনে মাদারীপুরের রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার মো. সোহেল রানাকে প্রত্যাহার ও একজন সৎ  কর্মকর্তার পদায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করে।  বিগত ২৩ দিন যাবৎ লাগাতার কর্মবিরতি চালেলোও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যাবস্থা না নেওয়ায় তারা এ বিক্ষোভ করেন। 

বৃহস্পতিবার বিকেলে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লার নেতৃত্বে অর্ধশতাধিক দলিল লেখক বিক্ষোভ মিছিল করে রাজৈরে অবস্থানরত মাদারীপুর-২ আসনের সংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপিকে এ বিষয়টি অবহিত করেন। 

দলিল লেখকরা স্থানীয় সংসদকে জানান, সাব রেজিস্ট্রার মো. সোহেল রানা রাজৈর সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন অনিয়ম ঘুষ, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা ছাড়া কোন কাজ তিনি করেন না। এর প্রতিকারে দলিল লেখকরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং প্রতিবাদী দলিল লেখকদের অপসারণ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তার ঘুস ও অনিয়মের মাত্রা আরও বাড়িয়ে দেয়। 

রাজৈর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সামাদ মোল্লা জানান, দলিল রেজিস্ট্রি করাতে গেলে দলিল প্রতি লাখে এক হাজার টাকা দাবি করে সাব রেজিস্ট্রার সোহেল রানা। এমনকি নামের একটা অ¶র ভুল থাকলেও তাকে ১০ হাজার টাকা দিতে হয়। না হলে তিনি দলিল করে না। 

এ ব্যাপারে রাজৈর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসার সোহেল রানা বলেন, দলিল লেখকরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা সত্য নয়- উদ্দেশ্য প্রণোদিত। 

মাদারীপুর জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন, আগামী রোববার পর্যন্ত সমস্যার সমাধান হবে আশা করছি।