রাজৈরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
প্রকাশ : 2022-03-23 10:18:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের রাজৈরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে একটি জমির দখলকে কেন্দ্র করে খলিল শিকদার ও ছত্তার শেখের লোকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে ঢাকায় পাঠানো হলে, তিনি গতকাল মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি শেখ সাদিক আরও জানান, হামলার ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।