রাজৈরে ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত 

প্রকাশ : 2022-07-27 12:57:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজৈরে ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত 

মাদারীপুরের রাজৈর উপজেলায় বৌলগ্রাম এলাকায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী রওশনারা বেগম (৪০) ও তার মেয়ে আল্লাদী আক্তার (২০)। তারা ফরিদপুরের ভাঙ্গা থানার সলিম দিয়া গ্রামের নুরুল মাতুব্বরের স্ত্রী ও মেয়ে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, টেকেরহাট থেকে রাজৈরের দিকে ভ্যান ও ট্রাক আসতেছিল। এসময় রাজৈরের বৌলগ্রামে আসলে অটোভ্যান উল্টে যায়। এতে পেছনে থাকা ট্রাক তাদের ওপর উঠে যায়। ফলে ঘটনাস্থলে মা ও মেয়ে দুইজন মারা যায়।

পরে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।