রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলা, যুবক গ্রেফতার

প্রকাশ : 2025-01-29 14:07:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলা, যুবক গ্রেফতার


রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ট্রেন চলাচল বন্ধ থাকায় গতকাল মঙ্গলবার রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছিলেন বিক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। এ মামলায় চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতারও করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে কয়েকশ যাত্রী বিক্ষোভ করেন। তারপর তারা স্টেশনে ভাঙচুর চালায়। সুমন স্টেশনে এই ভাঙচুরের ঘটনার ‘মূলহোতা’ বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, গ্রেফতার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে আনা হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশনমাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় সুমনকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ যাত্রীরা। ভাঙচুরের পর টিকিটের টাকা ফেরত নিয়েছেন তারা।

মঙ্গলবার সকালে ঘণ্টাখানেকের মতো চলে এই বিক্ষোভ ও ভাঙচুর। ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন টিকিট এক্সামিনারদের (টিটিই) একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেনাবাহিনীর সদস্যরা আসার পর ক্ষুব্ধ যাত্রীরা শান্ত হন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যান।

কা/আ