রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার,৩৫ কলেজে পাস করেনি কেউ 

প্রকাশ : 2025-10-16 17:56:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার,৩৫ কলেজে পাস করেনি কেউ 

রাজশাহী বোর্ডে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৫৯ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৮৪ ভাগ কম। গত বছর বোর্ডে পাশের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ পরীক্ষার্থী। এ বছর জিপিএ-৫ কমেছে ১৪ হাজার ৭৬৫ জন। এছাড়া চলতি বছরে ৫৬ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী ফেল করেছে। এবছর জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৬৮২ জন ছাত্রী ও ৪ হাজার ৪৫৫ জন ছাত্র। আর ছাত্র পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রী পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। সেক্ষেত্রে জিপিএ-৫ পাওয়া ও পাশের হারে এ বছরও এগিয়ে রয়েছে মেয়েরা। অন্যদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভাগের আট জেলায় ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৭৭ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী পাশ করেছেন। এবার শিক্ষা বোর্ডের অধীনে মাত্র ১৮টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন। ‎রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ও কঠোর মূল্যায়নে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি। আমরা আগামী বছর থেকে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন কাঠামো আরও উন্নত করার উদ্যোগ নিচ্ছি। এছাড়াও রেজাল্ট এর সার্ভার নিয়েও কাজ করেছি এবার। খাতা পুনর্মূল্যায়ন এর জন্য এবার শিক্ষাবোর্ড একটি সফ্টওয়্যার প্রকাশ করে সেখানেই আবেদন করতে হবে। পুরাতন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরি, অফিসমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো : আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপ-পরিচালক (হি.ও.নি) মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।