রাজশাহীতে শীতকালীন ব্যতিক্রমধর্মী রোদ পোহানো উৎসব
প্রকাশ : 2026-01-20 17:21:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীতে শীতকালীন প্রকৃতি ও সংস্কৃতির আবহে ব্যতিক্রমধর্মী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে কলেজ মাঠে সৃষ্টি হয় অন্যরকম দৃশ্য। শীতের রোদে আনন্দ আর পিঠার গন্ধে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পরিবেশন করা হয়। অন্যদিকে, শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগতদের কলেজ মাঠ প্রাঙ্গনে সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়। উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক প্রফেসর ড. মো: সাইদুর রহমান বলেন, আমাদের প্রতিটি ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়। বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসব। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের নিয়ে রোদ পোহানো উৎসবের আয়োজন করা হয়েছে। তবে শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ এই তিনটিকে একসঙ্গে উপভোগ করাই ছিল মূল লক্ষ্য। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের আশা, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষাঙ্গনে শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে।