রাজশাহীতে শিশু কিশোরী ধর্ষণের প্রতিবাদে উলামা-জনতা পরিষদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : 2025-10-22 21:24:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজশাহীতে শিশু কিশোরী ধর্ষণের প্রতিবাদে উলামা-জনতা পরিষদের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে মুসলিম শিশু ও কিশোরীদের ধর্ষণের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি আয়োজন করে উলামা-জনতা পরিষদ। এসময় সমাবেশে বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারী ও কিশোরীদের ওপর নির্যাতন চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে শিশু ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে, অথচ এসব ঘটনার বিচার হচ্ছে না। বক্তারা বলেন, মানবাধিকার রক্ষার কথা বলা আন্তর্জাতিক সংস্থাগুলোও এ বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। এছাড়া বক্তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং বিশ্ব মুসলিম সমাজকে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উলামা-জনতা পরিষদ রাজশাহীর সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা হাফি। এতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান লিটন, রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ, মুফতি আব্দুল্লাহ ইবনে মাসাইদ, মুহতামিম মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা, মুফতি আব্দুল্লাহ সাঈদ হাফি, মুহাদ্দিস মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা, মুফতি আহমদ উল্লাহ, খতিব রেশমপট্টি জামে মসজিদ এবং মুফতি আফজালুল রহমান, পেস ইমাম গৌরহাঙ্গা জামে মসজিদ।