রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
প্রকাশ : 2025-05-05 11:00:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৬টার দিকে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে। ৭টার দিকে রাজশাহী রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার কাজ সম্পন্ন হয়নি। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
যাত্রীদের ভাষ্যমতে, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। রাজশাহী রেলস্টেশনের প্ল্যাটফর্মের কাছাকাছি এসে হঠাৎ বিকট শব্দ হয়। বগির চাকা ভেঙে লাইনচ্যুত হওয়ায় বগি থেকে যাত্রীরা নেমে পড়েন। এতে কেউ আহত হননি।
রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘রেলস্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধারে রেলকর্মীরা কাজ করছেন। জ্যাক ব্যবহার করে উদ্ধারকাজ চলমান রয়েছে। এদিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন যাত্রা শুরু করেছে। জ্যাক ব্যবহার করে সম্ভব না হলে রিলিফ ট্রেনে উদ্ধার কাজ করা হবে।’
কা/আ