রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা
প্রকাশ : 2025-09-14 17:31:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

রাজশাহীর দুর্গাপুরে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে রকি উদ্দিন নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রকি ওই গ্রামের মৃত টিটো উদ্দিনের ছেলে। রকি ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে,রকি শনিবার দিবাগত রাতে তার নিজ এলাকার মারুফ নামে এক ব্যক্তির আমবাগানে গাছের ডালের সাথে লায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বিভিন্ন সময়ে নিজের শরীরে নিজেই ক্ষত সৃষ্টি করত । স্থানীয়রা রকির লাশ আমবাগানে গাছের ডালের সাথে ঝুলতে দ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আত্মহত্যা করেছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।