রাজশাহীতে ওয়াসার কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : 2025-11-18 16:22:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীতে ওয়াসার অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীরা স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নগরীর উপশহর এলাকায় ওয়াসা ভবনের সামনে ওয়াসা কর্মচারী ইউনিয়নের ব্যানারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহীর ওয়াসায় কর্মচারিরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। কেউ এক দশক, কেউবা ১৫ থেকে ২০ বছর ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। অথচ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সমপর্যায়ের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দৈনিকভিত্তিক কাজ করা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। বক্তারা অভিযোগ করে রলেন, অস্থায়ী কর্মচারীরা ওয়াসার পানি সরবরাহ, লাইনের জরুরি মেরামত, ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রতি প্রতিষ্ঠানটির ‘উদাসীনতা’ দিন দিন বাড়ছে। বক্তারা বলেন,এত বছর কাজ করার পরও যদি চাকরি স্থায়ী না হয়, তাহলে ভবিষ্যতে আমরা কোথায় দাঁড়াব পরিবারের ভরণ-পোষণ, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা- সবকিছু চালাতে হিমশিম খেতে হচ্ছে।