রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগরের দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

প্রকাশ : 2026-01-20 17:25:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগরের দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর আহবায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং গত বছরের ২৯ নভেম্বর রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উভয় কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। সাইফুল ইসলামকে এ কমিটির আহ্বায়ক করা হয়। একই বছরের ৩০ অক্টোবর ৬৪ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেয় এনসিপি। এতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক করা হয়।