রাজধানীর সড়কে কোমরপানি

প্রকাশ : 2022-10-25 09:18:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজধানীর সড়কে কোমরপানি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক পানির নিচে চলে গেছে। একটানা মাঝারি ও ভারী বর্ষণে রাজধানীর অধিকাংশ সড়কে হাঁটুপানি জমেছে। সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় কোথাও কোথাও সড়কে যানবাহন আটকা পড়েছে। ফলে ঘরে ফিরতে রাতেও যানজটে নাকাল হয়েছেন অনেকেই। রাজধানীর কোথাও কোথাও নিচু এলাকার বাড়িতে পানি ঢুকে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক ভবনের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক পান্থপথ সিগন্যাল থেকে গ্রিন রোডমুখী সড়কের পুরোটাই পানিতে তলিয়ে গেছে। এতে কর্মস্থল থেকে ঘরে ফিরতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন কেউ কেউ। গ্রিন রোডসংলগ্ন পুরোনো গ্যাস্ট্রোলিভার গলিতে কোথাও কোমর, কোথাও–বা তার চেয়ে বেশি পানির মধ্য দিয়ে হেঁটে বাসায় ঢুকতে হয়েছে।

টানা বৃষ্টিতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অধিকাংশ বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিচতলার বাসিন্দারা। পরিবার–পরিজন নিয়ে অনেকেই খাটের ওপরে বসে সময় কাটিয়েছেন। জমে থাকা বৃষ্টির পানিতে দুর্ঘটনার আশঙ্কায় কিছু কিছু ভবনের বিদ্যুৎ–সংযোগও বিচ্ছিন্ন রেখেছেন ভবনমালিকেরা।

রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটেও পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। রেস্তোরাঁগুলো পানিতে তলিয়ে যাওয়ায় এর মধ্যেই বেচাকেনা করতে হয়েছে ব্যবসায়ীদের।

মিরপুরগামী বেগম রোকেয়া সরণির কাজীপাড়া ও শেওড়াপাড়ার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায়ও বাড়িগুলোর নিচতলায় পানি উঠেছে।

সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় গাড়ি আটকে থাকতে দেখা গেছে। এ ছাড়া এ সড়কের আশপাশের সব অলিগলিতেও পানি জমেছে। মিরপুর ১৩ ও ১৪ নম্বরের প্রধান সড়কে পানি জমেছে।

ভারী বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ স্মৃতি হলের নিচতলার ডাইনিং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

কাকরাইল মোড় থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ফকিরাপুল মোড় থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সড়কটি রাত আটটার পরও পানিতে তলিয়ে থাকে।

মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা রেজাউল করিম বলেন, অফিস ছুটির পর মতিঝিল থেকে মিরপুর–১৩ নম্বরের বাসায় যেতে পাঁচ ঘণ্টা লেগেছে। সড়কে পানি জমে থাকায় গাড়ি থেমে থেমে চলেছে। এতে ঘরে ফিরতে অনেক সময় লেগেছে।

জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব হোসেন বলেন, গাবতলী ও মিরপুর বেড়িবাঁধ এলাকার স্লুইসগেটগুলো হয়ে রাজধানীর বৃষ্টির পানি নামার কথা। নগরের পানি যেভাবে নেমে যাওয়ার কথা, সেভাবে নামতে পারছে না। ফলে রাজধানীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিটি করপোরেশনের অনেকগুলো টিম জলাবদ্ধতা নিরসনে কাজ করছে।