রাজধানীতে দুষ্কৃতিকারীর গুলিতে ব্যবসায়ী নিহত

প্রকাশ : 2024-08-14 13:29:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজধানীতে দুষ্কৃতিকারীর গুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দার বসুবাজারে দুষ্কৃতিকারীর গুলিতে মো. আনিস মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বায়তুল মোকাররম এলাকায় আতরের ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আনিস মন্ডলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আবিদ বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের বায়তুল মোকাররমের সামনে আতরের দোকান ছিল। আজ বিকেলের দিকে তিনি তাঁর বাসা গেন্ডারিয়া নারিন্দা বসু বাজারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বেশ কয়েকজন মোটরসাইকেলে এসে আমার ভাইকে এলোপাতাড়ি গুলি করে। এতে আমার ভাইয়ের মাথা ও বুকে গুলি লাগে। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।’

আবিদ আরও বলেন, ‘কে বা কারা মোটরসাইকেলে এসে আমার ভাইকে গুলি করেছে সে বিষয়টি বলতে পারছি না।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘গেন্ডারিয়া নারিন্দা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

 

সা/ই