রাকসু নির্বাচনের প্রার্থী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : 2025-10-12 19:21:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাকসু নির্বাচনের প্রার্থী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রার্থী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রাকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকসু নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ।