রমজানে দ্রব্যমূলোর দাম সহনীয় রাখতে শিবগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা 

প্রকাশ : 2022-04-04 14:48:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রমজানে দ্রব্যমূলোর দাম সহনীয় রাখতে শিবগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা 

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে শিবগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে। ৪মার্চ সোমবার দুপুরে ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এস.এম সারওয়ার জাহান,  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আহসান হাবিব সজুব, ব্যবসায়ী আলহাজ্ব  আমিনুল হক দুদু, সামছুল মোল্লা, ওয়াহেদুর আনোয়ার রুবেলসহ উপজেলার  বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ। সভায়  সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ক্রেতাদের জন্য প্রদর্শন করার জন্য ব্যবসায়িদের নির্দেশ দেওয়া হয়। সেই সাথে রমজান মাসে কম লাভে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করার জন্য ব্যাবসায়ীদের আহবান করা হয়।