রক্ষা করো ফিলিস্তিন

প্রকাশ : 2025-04-07 11:57:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রক্ষা করো ফিলিস্তিন

রক্ষা করো ফিলিস্তিন
আব্দুস সাত্তার সুমন 

 রক্ষা করো ফিলিস্তিনি
 ধ্বংস করো পাপের দিল,
 কাফের মুশরিক উঠিয়ে নাও 
 পাঠিয়ে দাও আবাবিল।

বদরের মতন বিজয় দাও
নিমজ্জিত হয় জাহিল,
ভূমিকম্পে অগ্নিপাতে 
ধ্বংস করো ইসরাইল।

জালিমের দুনিয়াটা  
গজব দিয়ে উঠিয়ে লও,
লন্ডভন্ড করে দিয়ে 
কালো পতাকা উদিত হও।

লেবাসধারী ঘুমন্ত আজ 
দলনেতা কেহ নাই!
ইমাম মাহাদী আসবে কবে?
আমাদের নেতা চাই।

 সারা জাহানের মদদ দাতা 
 কুদরতি হাতটি ছাড়ো,
 ফিলিস্তিনি বিজয় দাও 
 দুষকারীদের পিষে মারো।

                                                                                   ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ

 

সান